একটা কফি মগ ভেঙে গেছে
——————————-

‘একটা কফি মগ ভেঙ্গে গেছে ‘
এটা নিউজ হেড লাইন নয় ।
তবে এটা মাথায় কুটকুট করে জানান দিল
“শুনছ,কফি মগ টা ভেঙ্গে গেছে “।
ভাঙা কফি মগের টুকরো গুলো
কেমন তির্যক ভাবে তাকিয়ে !
বলছে “ আমাদের জুড়ে দাও “।
আড়ষ্ঠ হয়ে আমি ভাবি
“ইশ ,যদি জোড়া দেয়া যেত ।”
আমি ওদের বললাম
“এই তোমাদের মতো
আমাকে যারা ভেঙ্গে দিয়ে গেছে
তারা আর কখনো জোড়া দেয় নি ,
পুরো আমায় কে দেখেছে !
যা দেখো
তা আমার ভাঙা টুকরা ,
মগ থেকে মন
সবাই যে শুধু ভাঙ্গে
কেউ দেয় না জোড়া ।”