একবার হাত বাড়াও
—————————
যদি একবার হাত বাড়াও
এই হিম তোমায় ছুঁতে পারবে না
আমি উষ্ণ থাকব তোমার জন্য,
পারবে না করতে স্থবির জমাট
আমি দৌড়ে যাব তোমার জন্য ।
সারাটা বছর তুষার নামুক
ভয় কি ,উষ্ণ আছি তোমার জন্য ।
এই শীত এই হিম ,ভালোবাসার আগুনে
পুড়িয়ে নিব তোমার জন্য ।
অনাগত সব হিমে আমি হবো লাল আগুন
ঝলসে দিব বরফ ,
গলিয়ে নিব বিশুদ্ধতম ভালোবাসা ,
আকন্ঠ হিমের গাঢ় জমাট বিষাদ
তোমায় ছুঁয়ে দিতে পারবে না ,
আমি যে থাকবো ভালোবেসে
উষ্ণ আলিঙ্গন রাখবো তোমার জন্য।
এই হিম তোমায় ছুঁতে পারবে না
যদি একবার হাত বাড়াও
আমি উষ্ণ থাকবো তোমার জন্য ।।