এই সব দিনের বিকেল
-------------------------------
এই সব দিনের বিকেল বেলাতে
আমি অপেক্ষা করি।
অপেক্ষা করি বিগত রাতে
বৃষ্টি ভেজা সময়ের
একদম শেষটাতে।
ফাল্গুনে লাল ফুল
ফুটে আছে বিস্তর।
হাওয়া এখন কোমল
এই সব দিনের বিকেল বেলাতে
আমি অপেক্ষা করি।
অপেক্ষা করি চায়ের কাপ হাতে
কনে সুন্দর সোনালী আলোতে।
পশলা বৃষ্টির সকাল বেলাতে
নাস্তার টেবিলে উঠে আসে তোমার না থাকা।
অফিস যাওয়ার ক্ষনেতে যেন ফাঁকা।
তবুও আমি অপেক্ষা করি।
একদিন ছিল দিন
তোমাতে আমাতে
আমি অপেক্ষা করি
এই সব দিনের বিকেল বেলাতে।