দুঃখ কে দিয়েছি আড়ি
___________________
কোন বেদনায় কোন শোকে
আশাহত বুক হবে ভারী,
বুকের জমিনে দুঃখের বসতি নেই
দুঃখ কে দিয়েছি আড়ি।
আমার ঘুড়ি উড়তে দিয়েছি
সুতার বাঁধন দিয়েছি ছাড়ি,
ছিন্ন হওয়ার দুঃখ কেন
দুঃখ কে দিয়েছি আড়ি।
তোমাকে আমি যেতেই দিলাম
দিলাম ওপাড়ে সীমানা পাড়ি,
কাঁটাতারে কেন দুঃখ চোখ
দুঃখ কে তো দিয়েছি আড়ি।