ডুবসাঁতার
—————————
তার সাথে কথা হয় অনেকদিন পর ,
যে আলাপ হয় তা আমাদের কথা নয় ।
সব শেষ প্রশ্ন
“ মনে পড়ে ?”
বললাম ,
“ বুকের ভেতর সেই নদী টা শুকিয়েই গেছে
তবুও তার অল্প জলে আসে উথাল ঢেউ ।
উষ্ণ আর্দ্র রাতে ঘুম ভাঙ্গে
ছলাৎ ছলাৎ
এই বুকে লুকিয়ে ডুব সাঁতার দিচ্ছে কেউ।”