দৌড়
———
জানিস ইপু,
আমি রোজ দৌড়াই ,সকালে বিকেলে রাতে ।
প্রতি পলে পলে,
কখন ও ভরপেট ,
কখনও ক্ষিধে পেলে ।
আমি দৌড়াই
ক্রমাগত বাসে ট্রেনে
ঘুমের ভেতর দুঃস্বপ্নে।
আমি রোজ দৌড়াই।
ছেলেবেলার তুই আর আমি যেরকম দৌড়াতাম
ঠিক সেরকম নয় ।
কী আনন্দ ,খিলখিল হাসি দিয়ে আমাদের দৌড় শেষ হতো।
এখনকার দৌড় অন্যরকম
এর শুরু আছে শেষ কই
তবু আমি রোজ দৌড়ুই ।
লিকলিকে ছিলেম তাই ছোটকালে তোর সাথে জিতে গেছি বহুবার ।
জীবনের দৌড়ে তোর সাথে পারলাম কই ,
কী আশ্চর্য এত আগেই দৌড়ে গেলি তুই ।
একবারও হয় নি মনে
‘এতটা পথ একা দৌড়াব আমি ।’
তবুও দোয়া,ওপারে তুই ভালো থাকিস।
খুব,খুব যে ভালো।
কমে গেছে যখন জীবনের আলো
একদিন হয়ত ক্ষান্ত দিব আমি
তখন হবে আবার দেখা
অপেক্ষায় রইলাম
ইতি তোর বন্ধু জামি ।