চাদরের আড়াল
-----------------------
এই সব দিনে
ঘোর লাগা ক্ষণে
জ্বর লাগা দেহে
সব চেয়ে টানে
চাদরের আড়াল।
পিপাসিত ঠোঁটে
পানের কি মোহে
তিতকুট জলে
সব ছেড়ে ফেলে
চাদরের আড়াল।
সব আছে মনে
ফিরে ক্ষণে ক্ষণে
স্মৃতির বায়োস্কোপে
তোমায় ঢেকে দিয়ে
চাদরের আড়াল।