ব্রাত্য হওয়ার আগেই
------------------------------------

ব্রাত্য হওয়ার আগেই চলে গেলাম,
চলে গেলাম একদম নিঃশব্দে
সাথে রইল মৃত মন,এক জম্বি দেহ
সেই আমি  আবার পথে নামলাম।

অনেক আগেই কেটেছে যে সুর
যে বাসি কলি গান হয়নি সুমধুর,
তাকে  আমি ছেড়েই দিলাম
ছেড়ে দিলাম পথের ধূলায়
উড়িয়ে দিলাম খোলা হাওয়ায়।
সাথে রইল মৃত মন,এক জম্বি দেহ
আবার সেই আমি পথে নামলাম।

আমি হারিয়ে গেলাম
সংকোচের প্লাবন থেকে
তোমাকে ভাসিয়ে  দিলাম।
ব্রাত্য হওয়ার আগেই চলে গেলাম,
চলে গেলাম একদম নিঃশব্দে।
সাথে রইল মৃত মন,এক জম্বি দেহ
সেই আমি  আবার পথে নামলাম।