বুকে এক পারুলি নদী
———————————-
এখনও বুকের গহীনে ছলাৎ ছলাৎ
শব্দ শুনি ।
বুকের ভেতর
এখনও সেই পারুলি নদী ।
ছায়া দেয়
তীরের সেই ছোট বট ,
তার সবুজ পাতার ছায়
ছড়ানো নগ্ন শিকড় টায়
বসব না হয় এক ঠায় ,
একবার তুমি আসো যদি ,
বুকের ভেতর
এখনও সেই পারুলি নদী ।
স্বপ্ন দেখি ,
সোনালি ধানের ঢেউ
নূপুরের ঝমঝম শব্দ,
সচকিত ক্ষেতের আল
তোমার গম রঙের পায়ে
হরিণীর চঞ্চল চাল ।
কনে সুন্দর আলোতে
পারুলির তীর ঘেষে হেঁটে যাবো নিরবধি
একবার তুমি আসো যদি ।
যদি কোনও রাতে ভেসে যায়
পারুলির দুই তীর অপার্থিব জোছনাতে
একবার সময় করে এসো
ছোট ডিঙা নায়ে ভেসে যাব দুজনাতে ।
নরম মাটির দুই কিনার
পারুলির তীর ভাঙা ঢেউ
অথচ জানে না কেউ
বুকের ভেতর
এখনও সেই পারুলি নদী ,
আমি অপেক্ষা করি
একবার তুমি আসো যদি
একবার তুমি আসো যদি ।।