আশ্বিন প্রস্থানে যাবে
————————

আশ্বিন  প্রস্থানে যাবে
তাই কার্তিকের পদধ্বনি,
বিরহ কাল শেষ হলো
তুমি কবে আসবে শুনি।

আশ্বিন প্রস্থানে যাবে
শিউলি তলায় ফুল তুলি,
ছাতিম ফুল কলি তুলেছে
তুমি কবে আসবে শুনি।

আশ্বিন  প্রস্থানে যাবে
সরোবরে শান্ত কানাকানি ,
তোমায় দিব শতপদ্ম
তুমি কবে আসবে শুনি ।

কতো আশ্বিন প্রস্থানে গেল
কত অশ্বিন প্রস্থানে যাবে ,
আমার চুলে এখন কাঁশবন
চোখে নেমেছে শরতের মেঘ ।
বয়সের রোদ্দুরে মাথার উপর
মৃত্যু চিল উড়ে চক্রাকার,
তবু আমি প্রহর গুনি
কোন আশ্বিনে তুমি আসবে শুনি ।