আশ্বিন দিনে
—————
রোদ্দুরে পেখম মেলা এক চক্রাকার চিলে
আমাকে নিলো তুলে
বছর একুশ আগের আশ্বিনী সকালে ।
সাদা মেঘ ভাসে সবুজ মাঠে
মৃদু হাওয়ায় শিহর দেয় হিমে ,
হাসে নরম সকাল শিউলি তলে
বিপুল সম্ভার শতদল পদ্মবিলে।
এক মুঠ শিউলি ফুল
হয় তো এক বিনাশি ভুল
অর্বাচীন এক বালক বুক
অহর্নিশ তোলপাড় সুখ
শুভ্র নির্মল খেয়ালি হাসি
কোনোদিন হবে না বাসি ।
এক শান্ত নদীর তীর
ঢেউ ভাঙ্গে মনের কোণে
তুমি আমি আমরা ছিলাম
কোন এক আশ্বিন দিনে ।
লক্ষ্নী হয় তো এসেছিলো
পেঁচার ভরে ,
কাঁশের ফুল শান্ত সরোবরে
তবু সেই আশ্বিন আমি
নিয়েছি নিজের করে ।