অপূর্ব দক্ষিণ
____________
আছে তার দক্ষিণে
পাললিক সেই অরণ্যে,
রায়মংগল নদী
জোয়ারী ঢেউ
চকিত হরিণ দল
চোখ রাখা শিকারীরাজ
কেওড়ায় হোগলায়
বনপাংশুল বাদাবনে
মধু আর মৌয়ালের সংগ্রামে ।
হেমন্তের নবান্নে
শিশির ছুঁয়েছে যখন
সমতলের জীবন
বলে গেছে কানে কানে
আছে ঐ পাললিক অরণ্য
আছে অপূর্ব এক দেশ,
অপূর্ব দক্ষিণ বাংলাদেশ।