আপনি,তুমি,তুই
_______________
আমার একজন আপনি চাই।
এই বয়সেও বকুনি দেয়ার
শাসন করার
সান্ত্বনা দেয়ার,
ক্রমশ ফেপে ওঠা শরীর দেখেও
"রোগা হয়ে গেছিস "বলার
আমার একজন একান্ত আপনি চাই।
আমার একজন তুমি চাই।
"আজ কি হয়েছে জানো"
বাড়ি এসে এই
বলে শুরু করার,
মন খুলে কথা বলার তুমিটা চাই।
''ছাইপাঁশ খাও কেন কিংবা
আমার যে অল্প অনিয়মে অসুখ হয়
সেইটুকু খেয়াল রাখার
আমার যে একজন তুমি চাই।
আমার একজন তুইও চাই।
অফিস শেষে
বাড়িরগেটে
আমার ওপর ঝাঁপিয়ে পড়ার একটা তুই।
"আমার যে কত কিছু লাগে,
বাবা তো কিচ্ছু জানে না "
এই অনুযোগের
আমার এক অভিমানী তুই চাই।
অতঃএব, শোন হে রমনী
আতপ্ত চোখ, ক্ষুধা আর তৃষার্ত হৃদয়ের জন্য
আমি পুরুষ অন্যকিছুই খুঁজিনি
আমি খুঁজেছি ভগিনী,
খুঁজেছি দুহিতা,খুঁজেছি জায়া,খুঁজেছি জননী।
(আজ ৮ই মার্চ,আন্তর্জাতিক নারী দিবস।সকল নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা )