আমি আসিব ফিরে
---------------------------
আমাকে ধুলোর মতো বাতাসে ভাসিয়ে দিও,
যেন বাতাসের মতো ঘুরে
ফিরে আসতে পারি,
রাখতে পারি তোমায় ঘিরে।
আমাকে সমুদ্রে অতল ডুবিয়ে দিও
যেন জলের মতো ঢেউ তুলে,
তোমার সীমায় আসতে পারি
আছড়ে ভেঙে তোমার তীরে।
অথবা আমাকে বীজের মতো পুঁতে দিও
যেন আবার জন্ম নিয়ে
তোমার সামনে হাসতে পারি
আমার শাখায় ফুলের ভিড়ে।
আমাকে তুমি বরং জ্বালিয়ে পুড়িয়ে দিও
যেন ছাইয়ের ভেতর থেকে
ফিনিক্সের মতো উড়ে আসতে পারি,
তোমাকেও ভালোবাসতে পারি
যেন ফিসফিসিয়ে শুনাতে ও পারি
আমি আবার আসিব ফিরে।