আমি আর  অসুখ
--------------------
বিকেল বেলাতে বারান্দাতে
আমি বসি ভাবতে,
ভাবতে বসি কত দিন অনাগত
কতটা পার হলো আর  বাকী কতো।

বারান্দা থেকে ওপার রাস্তা
সন্ধায় ল্যাম্প পোস্ট ঝাপসা আলো
সময় গড়িয়ে রাতের আঁধার কালো
সবইদেখি, এসব লাগে  বেশ ভালো।

অসুখ টার কথাও ভাবি এই সময়টাতে
দুজনেই একই শরীরেই আছি একসাথে
বোঝাপড়া হয়েছে একরকম;
কিছু টানাপোড়েন আছে বৈ
তাছাড়া সমতাই বা আছে কই!

আমার মতো অসুখটাও ভাবে
অসুখটাও ভাবতে বসে,
ভাবতে বসে কত দিন অনাগত
কতটা পার হলো আর  বাকী কতো।

যখন ভাঙে ঘুম কোন গভীর রাতে
আমি আর অসুখ জাগি একসাথে
আমরা বসি ভাবতে
ভাবতে বসি কত দিন অনাগত
কতটা পার হলো আর  বাকী কতো।