আমার সন্তান যেন থাকে দুধে ভাতে
———————————————

এই হাড়ভাঙা খাটুনি
এই রাতজাগা
গলা অব্দি উঠে আসা শুকনো
কষ্টের দলা ফেলেছি গিলে ।
বুকের ভেতর আসা হু হু দীর্ঘশ্বাস
সব টুকু  চুপচাপ রেখেছি লুকিয়ে ।
কত গাঢ় রাত্রিরে
বাড়ি ফিরে নিয়েছি তারে ,
নিয়েছি তুলে কোলে
বলেছি তার ঘুমন্ত কানে
“তোমার জন্য সব যে গিয়েছি
ভুলে ।”

এই কষ্টের শহর
বঞ্চনার লক্ষ প্রহর ,
প্রতিদিন অজস্র যুদ্ধ জিতে কিংবা হেরে
ঘামে শ্রমে ক্লান্ত কলে বরে ,
রেখেছি আমার শেষ টুকু যতন করে ।
দশ কোণের সব বিপদ
রেখেছি আড়াল করে ,
এক পোড়া বুকের ঢালে
রেখেছি তারে আগলে আগলে ।
রেখেছি আমার বুকের সাথে ,
আড়ি দিয়ে অমঙ্গলের সাথে
কাঁটা দিয়ে অভাবের পথে
শূন্য হাত তুলেছি প্রার্থনাতে
চেয়েছি
“রেখ না তারে শুন্য পাতে ,”
“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে “
“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ।।”