আমার একটা ছুটি চাই
-------------------------------
কোলাহল পালানো
কানাগলি হাতড়ে বেড়ানো
আঁতকে উঠার সকাল বিহীন
আমার একটা ছুটি চাই।
ছায়াহীন তপ্ত রাস্তার
ভালোবাসাহীন মানুষের
উষ্ণ বাতাসের শহর থেকে
আমার একটা ছুটি চাই।
একলা একা কথা বলার
নির্জনে ঈশ্বর খুঁজে নেয়ার
অমিল জীবন মিলিয়ে নেয়ার
আমার একটা ছুটি চাই।