আমাদের গেছে যে দিন
------------------------------------
আমাদের গেছে যে দিন
সত্যি কি তা গেছে।
কত রাস্তা পার হয়ে আসলাম
গন্তব্যের নিশানা দেখি নি।
আমাদের গেছে যে দিন
সত্যি কি তা গেছে।
কত শীতের রাত কত পোড়া দিন
কত উত্তাল পাথার কত যে ঢেউ
কত ভীড়ের মাঝে হয়েছি বিলীন
আমাদের কথা ভাবে নি তো কেউ।
কত বিয়োগে কত দহনে
পোড়া এ শরীর ক্ষতবিক্ষত,
কত ঝড় পার হয়ে দুজনে
অস্থির সময়ের দিন হয়ে গত।
তবুও জানি না যে,
আমাদের গেছে যে দিন
সত্যি কি তা গেছে।