আকাশ,নদী, পাহাড়
-----------------------------
নিত্য আমায় আকাশ ডাকে
বলে আয় পাগল, আমার বুকে।
মেঘের কোলে রাখব তোকে
থাকব দুজনেই পরম সুখে।
নদী বলে তুই কি
আমার কেউ হবি,
সারাদিন উতলা উথলে
ভালবাসার ঢেউ দিবি।
ভেংগে ঢেউ, ভেংগে আগল
বুকের খরা চরে নিবি দখল।
সবুজ পাহাড় দেয় হাতছানি
দেখিয়ে বিশালতর চিত্ত খানি,
পাহাড়ের কোলে কানাকানি
শুধায়, কোথায় পাবে এমন খানি।
নদীকে বলি,পাহাড়কে বলি
বলি ওই আকাশটাকে,
তোমাকে বলি,তোকে বলি
বলি সেই আপনাকে,
এই কহর পড়া আমি
ভালোবাসব কেমনে কাকে।
আমি যে একলা এক বন
ভাগ্যধাঁধাঁয় বিমুঢ় বিজন।
আমার যে হয় না আকাশ
আমার যে হয় না নদী
আমার যে হয় না পাহাড়,
আমি এক লিলুয়া বাতাস
নিঃসঙ্গতার আদি অনাদি
আমি শুধুই একলা আমার।
আমি যাই নি কারো ডাকে
রাখিনি মাথা পাগল বুকে,
ভাঙিনি প্রেম নদীর ঢেউ
কোনদিন আমার ছিল না কেউ।
আকাশ,নদী কিংবা পাহাড়
কোথাও কেউ ছিল না
নিঃসঙ্গতার আদি অনাদি
আমি ছিলাম শুধুই আমার।