সকাল সম্ভাষণ

মৃন্ময়

নিশিযাপনের আঁধার ঘুচল।
পূবদিগন্তে আলোর আবেশে
পৃথিবীর চিত্রপটে সূচনা হোল
এক নুতন দিনের ।

বিহঙ্গদল সারল্যে গেয়ে উঠলো ভৈরবী রাগ,
ঘাসের আগায় জমে থাকা শিশির কনা
মৃত্যু অনিবার্য জেনেও,
আলোক সম্পাতে সহাস্যে রচিল
এক সমাপতনের কাহিনী।

রজনীর গভীর আঁধারে ফুটে ওঠা কুসুমকলি
আনন্দের হাসি হাসলো রবির প্রথম করে।
রঙ্গীন প্রজাপতিরা পাখা মেললো,
যেন প্রকৃতির আঁচলে কারুকার্যের নকশি কাঁথা।
নিজের অজান্তেই গুনগুনিয়ে উঠলো ভ্রমর।

মৃদু সমীরণে কুসুমের হিল্লোল আর
সৌরভের উদার পরিমণ্ডলে,
অন্তরাকাশে জন্ম নিলো ইচ্ছের ধ্রুবতারা।
শুরু হলো সময়ের ব্যাপ্তিকে একসূত্রে গাঁথার
অশ্বমেধ যজ্ঞ।

দিন আসে দিন যায় কালচক্রের আবহে ।
আমরা বরণ করি প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন
কখনো চিরাচরিত , কখনো বা ব্যতিক্রমী।

মহাশক্তিশালী সূর্যদেবের রশ্মির তারুণ্যে
প্রতিটি ভোরে সম্পাতিত হোক নবজাগরণের ইন্ধন।
আর ফুলের সৌরভের মতো ব্যাপ্ত হোক
মানবতার অটুট বন্ধন পৃথিবীর প্রতি কোনে।