মুক মন

মৃন্ময়

না বলা কথা দেয় শুধু উঁকি
মনের জানালা দিয়ে,
বলে ওরে শোন, অভিনয় রাখ-
আমি আছি পথ চেয়ে!
        হৃদয়ের কথা  মনের অতলে
        থাকতে চায় না আর,
        আয় কাছে আয়, কান পেতে শোন
        হৃদয়ের হাহাকার!

ব্যস্ত আমরা, বহমান নদী
মোহনার দিকে ধাই।
মরণ সাগরে মিলবো যে ক্ষণে
হিসেব মেলানো দায়!
         কি যে পেলাম, হারালাম কি?
         যোগ বিয়োগের শুধু কাটা কাটি!
         নিথর দেহ উঠলে চিতায়,
         স্মৃতি ছাড়া আর সবই মাটি।

তবু ছুটে চলি মেকি হাসি হেসে,
ভদ্রতার ওই বোরখাটি ঢেকে,
মোটা চামড়ার স্থূল ক্যানভাসে
মিছে অভিনয় যত্নেতে এঁকে।
          অধুনা এই সভ্য সমাজে
          আমরা কেবলই যন্ত্রমানব!
          রাখলে হৃদয় আঘাতে চূর্ণ,
          ধরবে টুঁটি ব্যস্ত দানব!

তাচ্ছিল্যের আঙ্গিকে মোড়া,
ব্যস্ততাময় কর্ম জীবন,
জীবন শীধু অকালে শুকায়,
নিউক্লিয়াস প্রেম, ব্রাত্য স্বজন!
           যোগাযোগ ? সে তো তরঙ্গ বয়।
           মুখোমুখি কথা ?বোকারা যে কয়।
           মনের বাঁধন মোবাইলে কাটে
           নীল আলো শুধু, নেই যে সময়।

জমছে কথা হৃদয় খনিতে
দিন যত যায় গুনিতে গুনিতে।
জ্বলবে আগুন একদিন দেখো,
বিসুভিয়াষ হয়ে অলিতে গলিতে।
          সেই দিন চাই , আসুক ফিরে
          গাইবে দোয়েল সবার মনে।
          মোবাইলে নয় সমুখ বাসরে,
           কথা হোক শুধু হৃদয়ের টানে।