গোলাপী ক্রিকেট

মৃন্ময়

স্বর্গোদ্যানে বিকচ গোলাপ মুখটি তুলিয়া চায়।
নৈশালোকে সৌরভে তার মাতিল যে মন হায়!
          প্রতিবেশ দেশ যুঝিবে যে রণে,
          গোলাপী গোলাপ সকল মননে।
বহিবে রক্ত গোলাপী ধারায়,
হার-জিৎ শুধু বইয়ের পাতায়
ইতিহাসে স্থান পায়।

ভীষণ নিনাদে রণ দুন্দুভি বাজে।
সমুখ সমরে সৈন্যরা সাজে।
          হর্ষ-উল্লাসে অম্বর কাঁপে,
          স্বর্ণাক্ষরে ইতিহাস ছাপে।
প্রেমের গোলাপে সাজিল নগর,
রণহুংকারে ধাবিল সগর
ভাঙিবে অরির ঘর।

চির ভাস্বর রইবে এ দিন সকল দিনের মাঝে,
খেলার বাসরে পড়িবে মনে শত সহস্র কাজে।
          নবজাগরণ গোলাপী আবিরে,
          ছড়ায় সুবাস শীতল সমীরে।
নান্দনিক এক রূপের শোভায়,
তিলোত্তমা নিজেকে সাজায়
অপলকে বিশ্ব চায়।

বিশ্বমাঝারে কল্লোলিনী নজর কাড়িলো সবার,
অনন্য এক কীর্তি গড়িল, বিশ্ব দেখিল আবার।
           গাঁথিল পালক নিজের মুকুটে ,
           বিজয়াভিযান গোলাপী শকটে।
অফুরান শুভ বার্তা ছড়ায়
দিন হতে যত রাত্রি গড়ায়
দেখিবি কে তোরা আয়।