ফেরার টিকিট
মৃন্ময়
জানি ফিরে যেতেই হবে
টিকিট আছে কাটা।
আমার বলে আঁকড়ে আছি,
বাঁচার মজায় ভাটা!
থাকবো সুখে নিজেই শুধু,
অন্যরা যাক চুলোয়।
অলীক সুখের আনন্দে সব,
নাড়ির টানকে ভুলোয়।
হিংসা, বিবাদ, ঘৃণার ভবে
স্বার্থান্বেষী প্রেম।
ফেরার টিকিট আছে জেনেও,
কদর্য এই গেম!
এসে ছিলাম এই ভুবনে,
কি জানি কি মায়ার টানে?
মায়ার বাঁধন যাচ্ছে ছিঁড়ে,
বুঝিনা হায় বাঁচার মানে!
ডিজিটাল এই ফোনের যুগে,
বাঁধন শুধুই কথার বলে।
সম্পর্কের বাঁধন গুলোর
ফসকা গেরো যায় যে খুলে।
ওয়েটিং নয়, কনফার্ম সব!
টিকিট যত আছে কাটা,
জীবনটাতো বাঁচো সুখে-
হিংসা, বিবাদ মার ঝাঁটা ।
কটাক্ষ আর পরের চর্চা
বন্ধ কর, অনেক হোলো ।
ধন্যবাদ আর আলিঙ্গনের
রুদ্ধ দুয়ার আজকে খোলো।
নিজে হাসো, ছড়াও হাসি-
তোমার হাঁটা পথের বাঁকে ।
আনন্দ আর খুশির লহর,
পড়ুক এসে ঝাঁকে ঝাঁকে।
কাছে যখন আছি সবাই,
থাকি আরো কাছে কাছে।
যে কটা দিন ধরায় আছি,
নাইবা ছুটি নিজের পিছে!
বয়সটা যে নদীর মতো,
বয়ে চলে আপন মনে।
তাই প্রতিক্ষণ বাঁচতে হবে,
বয়স ভুলে সতেজ প্রাণে।
হঠাৎ কখন আসবে যে ট্রেন,
ফিরতে হবে শূন্য হাতে।
টিকিট জানি কাটাই আছে,
কনফার্ম বার্থ ! একলা পথে।