এসো হে শীত
মৃন্ময়
মেঘের আঁচল সরিয়ে দিয়ে
সূয্যি দিলো উঁকি,
উত্তরে ওই হিমেল হওয়ায়
প্রাণ বাঁচানোর ঝুঁকি!
জমিয়ে এবার পড়লো যে শীত
লাগছে দাঁতে দাঁত,
লেপ কম্বল আছে তবু
বিনিদ্র যে রাত।
সূয্যি যখন মাঝ আকাশে
আয়েশ লাগে বেশ,
পড়লে বেলা আঁধার ঘনায়
শক্তি যে নিঃশেষ!
নতুন গুড় আর পিঠে পুলির
আসলো এবার সময়,
হরেক রকম শাক -সব্জির
জমিয়ে রাঁধার বিষয়।
ঘরের কাছে কিংবা দূরে
পিকনিকেরই পালা,
একঘেঁয়েমির বাঁধন ছিঁড়ে
খাওয়া এবং খেলা।
শীত মানে আড়ষ্ট ভাব
বেলাতে ঘুম ভাঙা,
কুয়াশাতে যায় না চেনা
জল কিংবা ডাঙ্গা।
যতই শক্ত হোক না লড়া
এই শীতেরই সাথে,
হরেকরকম ফুলের মেলা
যায় দেখা এই শীতে।
একঘেঁয়ে আর বিবর্ণ দিন
আজকে রঙ্গীন লাগে।
পরিযায়ী পাখির মেলায়
অন্য সকাল জাগে।
শীতকে যে তাই বরণ করি
ছন্দ গাথার সাথে,
বছর বছর আসুক ফিরে
ঋতুচক্রের রথে।