এমন দেশ
মৃন্ময়
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি।
রোষানলের বহ্নিশিখায়,
আমার জন্মভূমি।
NRC আর CAB এর সলতে
জ্বলছে প্রবল বেগে,
লজ্জার কালো কুন্ডলিতে
আকাশ ঢাকে মেঘে।
ঝরছে রক্ত আপনজনের
আমারই দেশবাসী,
ধ্বংসলীলায় পাগল ওরা
সময় সর্বনাশী!
বৈচিত্রে ঐক্য নাকি
আমার জন্মভূমি,
ঐক্যতে আজ দগদগে ঘা,
ধ্বংস ভারত ভূমি।
কালো ধোঁয়ায় আকাশ ছেয়েছে,
মানুষের মনে গর্ত।
ক্ষোভের আগুন দাবানল যেন,
মানবে না কোনো শর্ত।
বিভেদের বীজ হয়েছে রোপন
এই ভূমিরই পরে,
ভাইয়ের রক্তে সিঞ্চিত হয়ে
মহিরুহরূপ ধরে।
স্বাধীন দেশে আমরাই নাকি
স্বাধীন নাগরিক,
দেশ গুঁড়িয়ে করছি শাসন
এমনই পাশবিক!
অসন্তোষের বহ্নিশিখায়
দেশের মাটি জ্বলে।
দেশেই শত্রু নিচ্ছে জন্ম,
সম্পদ রসাতলে!
আঁধার রাতে যাত্রা মোদের
প্রতিবাঁকে গ্রাসে ভয়,
আশঙ্কার কুহেলিকা ঢাকে
ভ্রাতৃত্বের পরিচয়।
লাঞ্ছনা আর গঞ্জনা বুকে
কাঁদছে ভারত মা,
পরাধীনতাই ছিল ঢের ভালো
মৃতপ্রায় গরিমা।
দিন যত যায়, বুঝি না তো হায়
কোন পথে যে চলি?
কে ভালো আর মন্দ কে যে,
কার কথাই বা বলি।
দুর্বিপাকের ঘূর্ণিপাকে
আমরা নাগরিক
প্রতিবাদের হারাই ভাষা,
সংঘাতই লাগে ঠিক।
জাতের বিভেদ, আর হানাহানি
কবে যে হবে শেষ?
ফুটবে ভারত মায়ের মুখে,
স্নিগ্ধ হাসির রেশ।