দূষণ দমন

মৃন্ময়

নীল সবুজ এই গোলক আঁধারে
ক্রমশ হচ্ছে গ্রাস।
দূষণ দানব ছড়ালো যে বিষ,
জীবকুলে আজ ত্রাস!

অক্টোপাস সম ছড়ায় যে বাহু
আষ্টেপিষ্টে বাঁধে।
মরণের দ্বারে ভিড় করি সব,
অকাল যাত্রা কাঁধে।

এ মৃত্যু তো ছিল না কাম্য,
কেমনে পরবো গলে ?
মহাশ্মশানের অবিরত চিতা
দূষণের রোষানলে।

ধরার শ্রেষ্ঠ প্রাণীর হাতেই
এই দানবের সৃষ্টি।
তারই হাতে আজ বলি দেবে প্রাণ,
মহামারী রোগ বৃষ্টি!

শব্দ দূষণ, বায়ু দূষণ,
দূষিত ধরার জল আর মাটি।
পোস্টার আর প্ল্যাকার্ডে কান্না,
অন্তর জুড়ে শুধুই ভ্রুকুটি।

এ গোলক আজ গরলে ঢেকেছে।
মন্থনেতে ওঠে শুধু বিষ!
সেই বিষ আজ রক্তে মিশেছে,
শরীরে বিঁধেছে দূষণের ঈষ।

এখনও সময় যায়নি চলে,
স্বার্থ ভুলে মিলি চলো দেখি,
দূষণ দানব পরাভূত হবে-
মানসিকতায় নয় আর ফাঁকি।

               আমরা দেখো ধূসর ধরাকে
               সবুজ আর নীলে সাজাবো,
               আমরাই দেখো শব্দ-বাতাস
               নির্মলতায় ভরাবো।

               সুস্থ পৃথিবী দিয়ে যাবো সবে,
               এই করি মোরা পন।
               নির্মল হবে জীবন সবার,
               ব্যাধিহীন তনু মন।