দানার খোঁজে
মৃন্ময়
বৃষ্টিস্নাত সকালে আমি
কাক ভেজা এক পাখি।
দানার খোঁজে বেরিয়ে হায়
একি দুর্যোগ দেখি!
অবিশ্রান্ত বারি ধারায়
পথে প্রান্তরে জল।
ঝম ঝম ওই একটানা সুর,
চকিতে আমি বিহ্বল!
পথেঘাটে করছে বিরাজ
শ্মশানের শান্তি।
হেমন্তের এই সিক্ত সকালে
ক্ষম মোরে ক্লান্তি।
কুলা ছেড়ে জানি চায়না যেতে
সকালে অলস মন,
তবু যেতে হবে দানাটির খোঁজে
অভুক্ত গৃহকোন।
তাইতো মনে বল নিয়ে আমি
উড়ান ভরেছি ডানায়।
হাজার কষ্ট মিলায় নিমেষে
ফিরে আসি যবে কুলায়।
সুখী গৃহকোন এই চাওয়া শুধু,
বেশি কিছু নাহি চাই।
কাক ভেজা পাখি অল্পতে খুশি
দানাটুকুই খোঁজে তাই।