অসময়ে দেখা
ঝলমল করছে পৃথিবী
আলো সহ্য হয় না
আঁধারে লুকোতে চায় অজানা সব গল্প।
ক্লান্ত শরীর
বিষণ্ণতার ছাপ
ঘুম ঘুম চোখ নীল আকাশে
জানি, রাত কেটেছে নির্ঘুম।
ডাকাতিয়ার তীরে,
পশ্চিম আকাশে এলিয়ে পড়া সূর্যের আলোয় প্রথম দেখা
লাজুক হাসির রেখা এঁকে মিলিয়ে যায়
দৃষ্টিসীমা পেরিয়ে অন্ধকারে।
আমাদের প্রায়ই দেখা হয়
রেলস্টেশন কিংবা ব্রীজের উপর
নির্বাক পথিক
যেতে যেতে আড়চোখে দেখি - গলির মোড়ে ল্যাম্পপোস্টের নিচে
বধু সাজে ছায়ামানবী
কারও রাতের অতিথি হওয়ার অপেক্ষায়।