একটি সূর্যের উদয়ে
বিদূরিত হয় অন্ধকার,
অমানিশা কেটে গিয়ে
রূপ বদলায় পৃথিবীটার।
একটি চাঁদের আলোয়ে
পৃথিবী হয় জ্যোতির্ময়,
বিশ্ববাসী তাকিয়ে থাকে
মনে জাগে বিস্ময়।
একটি আকাশের নিচে
জায়গা পেয়েছে বিশ্বজগৎ,
একজন নেতাই যথেষ্ট
তৈরিতে শান্তির পথ।
কেনো তবে নিজেকে
হেয় করে রাখ,
তোমার পানে বিশ্ব চেয়ে
তুমি চেয়ে দেখ।
ছোট বলে নিজেকে
করোনা কভু হেলা,
উঠতে প্রস্তুত বিশ্ববাসী
ভাসাও তোমার ভেলা।