তুমিই আমার আরাধ্য
=======
ভালোবাসতে বাসতেই তুমি চলে গেলে
বেঁধে রাখবো! ছিল না স্বাধিপত্য
চোখে লেগে আছে বিমূর্ত বেদনার ছাপ
যোনো মৃত্যুর যাতনা সহি প্রতিটি মুহূর্ত ।।
এতটুকুও বদলাওনি, তেমনিই আছ
অঙ্গহীন, নিরাকার, বিদেহী আত্মা
বেড়াও পিছে প্রতিনিয়ত ।।
মরণ কি পেরেছে ভাঙ্গতে অমলিন বন্ধন
এখনও তোমার আমার গুঞ্জন বহে অবিরত ।।
তোমার ডাক ভেসে আসে বাতাসে
যেনো আমারই উঠুন জুড়ে বহে প্রবাহ
শব্দের ছন্দময় দোলা জাগেনা এখন আর
কবিতারা অব্যক্ত যন্ত্রণায় হৃদয়ে হয় দাহ ।।
সব পাখি মরে নীল বেদনায়
থেমে যায় ভোরের গান ;
মেঘের ক্রন্দনে ভারি হয় বাতাস
বিদীর্ণ হয় জমিন, সুদীর্ঘ আসমান ।
বড্ড বেশিই ছিল তোমার মৃত্যু ক্ষুধা
তাই ছিড়ে গেলে বুঝি সকল বন্ধন;
শুনলে না আকুলভরা কাকুতি
রেখে গেলে শুধুই বুক ফাটা ক্রন্দন ।।
সকলেই বলে এ চরম অদৃষ্ট, অবধারিত
মৃত্যুর কাছে আমিও হই নিমগ্ন;
তোমার আমার হৃদয় ছিল অভিন্ন-
আমিও মরি বিরহের উত্তাল ঝড়ে
বাড়ে ক্ষত, হই ভগ্ন ।।
তুমিই আমার আরাধ্য,
অভেদ্য সম্পর্ক জগতময়;
ছায়ারূপে নিত্য রও পাশে পাশে
আমি তারই মাঝে খুঁজে ফিরি আশ্রয় ।।
৬ এপ্রিল ২০১৮
ঢাকা বাংলাদেশ