কত দুর্বার ছিলো এই দুটি হাত;
অন্ধকার সরিয়ে ছিনিয়ে এনেছ প্রভাত।
এখনও পারো তো ভাঙ্গতে অন্যায়ের বাহুবল;
মুছাতে পারো মায়ের লাঞ্ছিত আঁখি জল।।
এখনও স্বদেশের ভূমি শয়তানের দখলে;
জ্বালাও ওদের বুকের পিণ্ড রক্তচক্ষুর অনলে।
তুমি তো সেই পুরুষ-
মানবতা যার আজন্ম অভ্যাস;
বাঁচাও লাল সবুজের পতাকা
-হইও না পাপের ক্রীতদাস ।।