তুমি নারী, জগৎ জননী
নও তুমি নির্বোধ;
ভাঙ্গো বেড়ি, উঠাও তরবারি
করো পাপ প্রতিরোধ ।।
রাখো ধৈর্য- হও সহিষ্ণু
অস্ত্র হাতে হও দুর্জয়;
থাকো অবিচল, থাকো নির্মল
ভোলো সকল সংশয় ।।
হও দরদী- রও বিনীত
হও অন্তরে বিশুদ্ধ;
থাকো নির্দোষ,
করো অসুরের বুকে তীর বিদ্ধ ।।
তুমি স্রোতের মত হও বহমান;
হও ঢেউয়ের মত উচ্ছল-
রও পুষ্প রূপে শোভাময়
ধরে রাখো চির সম্মান ।।
হও ঝরণার মত স্নিগ্ধ
থাকো পাহাড়ের মত অবিচল;
তুমি সবুজের মত মায়াময়
মরুতে তৃষ্ণার জল ।।।
তুমি নারী, না হও পতিত-
রাখো শির সদা উন্নত;
জাগো বজ্রকণ্ঠের বাণী
শত লাঞ্ছনায় হইও না নত।।
মিনু কোড়াইয়া-বৃষ্টিরানী
১৩ আগষ্ট ২০১৮
ঢাকা, বাংলাদেশ।