ধ্বংসস্তূপের মধ্যে বসেও শান্তির প্রয়াসে
বহুদিন অজস্র কবিতা লিখেছি
অথচ, আজ তুমি নেই বলে-
থেমে গেছে সৃষ্টিশীল জীবনের গতি
নৈরাশ্য বেদনার ভারে কম্পিত হস্ত
নিসর্গশোভার বক্ষ আজ বিদির্ণ করে
একটি শব্দও সৃষ্টি হয়না ক্লিষ্ট হৃদয়ে
রৌদের অভাবে শুকানো পুষ্পোদ্যান
বিশীর্ণ-মলিনতায় ছেয়ে গেছে কল্পবীথি ।।
ঝড়ের উত্তেজনা উপেক্ষা করেও
মধুর সংগীতে আন্দোলিত করেছি কত রাত
অথচ, আজ তুমি নেই বলে-
হৃদয় ফেটে পরে বোবা চিৎকারে
নিমগ্ন কণ্ঠভূষণে বিকৃত আস্ফালন
কণ্ঠজুড়ে গভীর ক্ষতে-
বেসুরে বাজে ক্রন্দনধ্বনি
শোকের নিবাস প্লাবিত মরুঝঞ্ঝায়।।
শত দীনতায় সৌন্দর্য্য সৃষ্টির প্রয়াসে
চিত্রিত করেছি কত হৃদয়পট
মোহিত করেছি সবারে;
অথচ, আজ তুমি নেই বলে
চির বৈধব্যদশায় ক্ষয়িত সকল ইন্দ্রিয়
ক্ষীণকায় হৃদয় জুড়ে বেদনার ছাপ-
বয়ে চলেছি সম্পর্কহীন এক বিবর্ণ জীবন
ক্রমাগত দুঃখে, ঘন মেঘে আবৃত
ম্লান বদনে আকাশ পানে চেয়ে থাকা
আমি, বিবর্জিতা নারী এক ।।