তোমার জন্য
তোমার জন্য বুকের ভিতর, শূন্যতা-হাহাকার
তোমায় চেয়ে একলা দুপুর একলা বিকেল পার।
তোমায় ভেবে সন্ধ্যা নামে, শুকায় ভেজা চোখ
বিষাদ ভরা নীরব মনে, রচি দুঃখের শ্লোক ।
ভেস্তে যাওয়া বুকের ভিতর, বিষন্নতার রেশ
তোমার জন্য রাত্রি জাগা, হয় না তবু শেষ ।
তোমায় ভেবে হৃদয় কাঁপে, এলে বুঝি দ্বারে
না পাই সাড়া, দু’চোখ ভরে, জলের অন্ধকারে।
রাত ফুরিয়ে সকাল আসে, সূর্য ওঠে পূবে
তোমায় ছাড়া একলা তরী, যায় অতলে ডুবে।
সবাই ছোটে কর্মযজ্ঞে, আমার কাটে ধ্যানে
তোমার হাতের দণ্ড মেনে, তোমায় লভি জ্ঞানে।
তোমায় ভেবে নিমগ্ন হই, তোমায় স্বপ্নে গড়ি
তোমার নামে অঞ্জলী দিই, তোমায় কাব্যে পড়ি।
তোমার বুঝি নাইকো জানা, আমার ব্যথার ভার
তোমায় ছাড়া মিথ্যে বাঁচা, মিথ্যে অভিসার ।


৩ জুন, ২০২১
ঢাকা, বাংলাদেশ।