তোমার সেই একটি কবিতা
আমায় টেনে এনেছে পথে
তুমি শব্দের পর শব্দ ছড়িয়ে
হারিয়ে গেছ সুদূরের রথে ।

কতকাল ধরে বসে থেকেছি
নিশাচরের মত জেগেছি কত রাত
সকলেই বলেছে- “সে ফিরবেই ”
রাত্রি শেষে, যখন আসবে প্রভাত।।

শব্দগুলো এলোমেলোভাবে পড়ে থাকে
যেভাবে অযত্নে ঝরে মাথার কেশ
তরঙ্গে তরঙ্গে যদি ভিড়তো তরী তোমার
তবেই না ফুরাতো আমার দুঃখ-ক্লেশ।

তোমার একটি কবিতা
আমার মন ভেঙ্গেছে, ভেঙ্গেছে ঘরবাড়ি-
কেবল শব্দের ঝড় ওঠে
তুমি কোথাও নেই -
তবুও তোমার কবিতা ছাড়তে না পারি।।