তোমায় ভেবে এভাবেই বেঁচে থাকি
রাত দিন- দীর্ঘ বছর
===========
বিক্ষিপ্ত ঝরাপাতার শব্দে
তোমার পায়ের আওয়াজ শুনি,
সমুদ্রের উলঙ্গ ঢেউ যখন তীর ছুঁয়ে যায়
অনুভব করি তোমার স্পর্শ,
ডানা ঝাপটে যখন উড়ে যায় বক
বাতাসে তোমার নিঃশ্বাস বুকে বাজে,
আর আমি তোমায় ভেবে
এভাবেই বেঁচে থাকি রাত-দিন,
দীর্ঘ বছর ।।
শেষ বিকেলে গোধূলীর বেলায়
নুয়ে পড়ে তোমার রঙের আকাশ
আমি নীল সমুদ্রে সাঁতাঁর কাটি
ভিজে উঠে আমার শরীর
তোমার গায়ের গন্ধ মেখে
ফিরে আসি ঘরে-
আর আমি তোমায় ভেবে
এভাবেই বেঁচে থাকি রাত দিন,
দীর্ঘ বছর ।।
আমার একাকী বর্ষায়
টিনের চালে রিমঝিম বৃষ্টির ছন্দে
খুঁজে পাই তোমার কবিতার অক্ষর
তুমি জড়িয়ে রাখো আদরে
পুলকিত হৃদয় নেচে ওঠে অন্ধকারেই
আর আমি তোমায় ভেবে
এভাবেই বেঁচে থাকি রাত দিন,
দীর্ঘ বছর ।।
১৭ জুলাই, ২০১৭
ঢাকা বাংলাদেশ।