আজ এই জন্মদিনে আমার
জ্বলে ওঠে ঘরে বিজলী-সম্ভার।
কে যেনো দূরে গান গায় অবিরত
আমি তার তরেই হই অবনত।
কোন আঁধারে কেঁদে ওঠে বাঁশি
আপন করে তারেই ভালোবাসি।
হৃদয় জুড়ে থাকুক বিস্তর অভিমান
তবুও বেজে উঠুক জন্মদিনের গান।
হাসির ছলে দুঃখকে থাকি ভুলে
এসো হাত ধরে বাঁচি,
নাচি হেলেদুলে !!
সকাল-সন্ধ্যা
ডুবে থাকি বিস্তর কোলাহলে
সাঁতার কেটে ভেসে যাই অগাধ সুখের জলে।
সব খানে করি আপন মনে বিচরণ;
ছোট ছোট ব্যথায় না কাঁদি অকারণ ।।
আজ এই জন্মদিনে আমার;
তুমিও ভালো থেকো-
আর
হয়ে থেকো সবার ।।
৭ ফেব্রুয়ারি ২০২৩
আজ এই জন্মদিনে আমার
৭ ফেব্রুয়ারি ২০২৩