কোথায় খুঁজি নি বলো তোমায়!
আকাশের তারা থেকে মাটির ধূলি কণায়
কখনো চৈত্রের বাতাসে,
কিংবা গ্রীষ্মের দারুন খরায়।
লুকিয়েছো বুঝি আটঘাট বেঁধে
ভেবেছো পাবো না কেঁদে কেঁদে!
যতক্ষন দেহে আছে প্রাণ
খুঁজেই যাবো তোমায়-
চষে বেড়াবো জমিন আসমান।
তোমায় ভেবে চোখে ঝরেছে অঝোরে পানি
বুকে পাথর বেঁধে হয়েছি অভিমানী
সব সাধ শেষে
একদিন শিয়রে বসে ডাকবে জানি।
সেইদিন না যদি মেলি চোখের পাতা
তবুও দেখবে অশ্রুভেজা চোখে
তোমার জন্য কতটা ব্যাকুলতা।
খুঁজে খুঁজে তোমায় ক্লান্ত বিকেল বেলায়
কতদিন বসে থেকেছি পাখিদের মেলায়।
ভাবি, ওদের মতই ফিরতে যদি ঘরে
তবে কি এমনি করে যেতাম আমি মরে!
যাবার আগে বারবার মেলি আঁখি
দরজার ওপাশে কান পেতে থাকি
কোথায় লুকালে বলো জনমের মত
দিয়ে আমায় অগাধ বিশ্বাসে নিদারুণ ক্ষত।
ভাঙ্গ এইবার অভিমান, ছাড়ো নির্বাসন
ফিরে এসো হৃদয়ে, থাকো আত্মায় মিশে
হে আমার বন্ধু, হে প্রিয়জন।