সব ব্যথা এসে
দংশিল বিষে
নীল হলো কণ্ঠহার,
তবু ব্যথা ভুলি
সমুখেই চলি
গান গাই অনিবার ।।
দিন ফুরালে
সব যায় চলে
বসে রই আমি তীরে,
যে রয় পিছে
পথ ভুলে মিছে
তারে লয়ে যাই ফিরে।।
গান ভুলে পাখি
তবু মেলি আখি
সূর্য্যকে না খুঁঁজে,
মেঘে ঢাকা আলো
হোক দিন কালো
মগ্ন থাকি নিজ কাজে ।।
যে গেছে চলে
একা পথে ফেলে
নেই তাতে আর ক্ষতি,
যদি আসে ফিরে
দেখবে তাকে ঘিরে
জ্বলছে ঘরে বাতি ।।
ভুলে যাই ভয়
গ্লানি-পরাজয়
আশা জাগে শুধু বুকে,
অভিমানে কাঁঁদি
তবু সুর সাধি
তবু বেঁঁচে রই সুখে।।
১৭ সেপ্টম্বর, ২০১৬