স্বপ্নের ফাগুন
-------------------------
ফাগুন কবে হাসলো ফুলের বনে
আমি কিছু জানতে পারি না যে
আমার বনে রোজই কোকিল ডাকে
গোলাপ ফুটে হাজার রঙে সেজে ।।

ঘাসের উপর নাইবা ঝরুক শিশির
আমার চোখে মুক্তো তবু ভাসে
সকল রাত্রির আঁধার আড়াল করে
আমার ঘরে রোজই  সূর্য হাসে ।।

তোমায় পাওয়ার ইচ্ছে গেছে সরে
রোজই দেখি তোমার ছায়া ঘরে
যতই থাকো দুয়ার বন্ধ করে
তখন চোখে সুখের বৃষ্টি ঝরে ।।

চৈত্র দিনের অলস দুপুর বেলা
আমার কাটে ঝরণার গান গেয়ে
ঝরাপাতা যতই ঝরুক বনে
আমার উঠুন তরুলতায় ছেয়ে।।

অনেক দিনের না বলা সব কথা
জমে জমে পাহাড় গড়ে মনে
সেই পাহাড়ে ঝরনা হয়ে নাচি
রই যে হেসে মন ভুলানো গানে ।।

একে একে যাক ফুরিয়ে বেলা
হাজারটা দিন আশায় আশায় বাঁচি
দুঃখের ভাবনা  থাকুক দূরে সরে
স্বপ্নে দুজন থাকি কাছাকাছি ।।

২২ ফেব্রুয়ারি, ২০১৭।