স্বপ্ন দেখার আহ্বান
---------------
এবার তোমার অস্ত্র ফেলো
কলম তোল হাতে-
ইচ্ছেগুলো জানুক সবাই
কি আসে যায় তাতে !!

রক্ত দিয়ে দু’হাত তোমার
রাঙিও না আর
ধর্ম নিয়ে মরণ খেলা
বন্ধ করো এবার ।।

নৃশংসতা দেখে তোমার
করবে সবাই ঘৃণা-
ভাবো, অভিশাপের জীবন
আর রাখবে কিনা !!

সন্ত্রাসী নয় মানুষ হতে
নাইবা যদি পারো
খুনি নামটি শোনার চেয়ে
নিজেই আগে মরো ।।

যাক ফুরিয়ে হৃদয় থেকে
মন্দ অভিলাষ
জীবন জুড়ে ভালবাসা
করুক বসবাস ।।

আগুন ঝরা রক্ত চোখে
স্বপ্ন উঠুক জেগে
কণ্ঠ বীণা বেজে উঠুক
সূর্য ওঠার আগে ।।

জীবনটাকে ভালবেসো
আর জীবনের মত
দুয়ার খুলে স্বপ্ন কথা
ঝরুক অবিরত ।।

২৩ জুন ২০১৬।