আমার চারপাশে নদী নেই
জলের কিনারের ঠান্ডা হাওয়া
কিংবা জলের ছলছল ধ্বনি নেই
পায়ের নিচে কেবল মরুময় পথ।

আমার চারপাশে ঘাস নেই, বন নেই
বাতাসে খুঁজে পাই না নিঃশ্বাসের ভরসা
তাপ প্রবাহে উড়ে গেছে প্রসাধন
মুখে নিষ্প্রভ হাসি
যেনো রাতদিন জেগে আছে তমসা ।।

আমার চারপাশে ফুল নেই,
পাখির কলরব নেই
গান নেই, গন্ধ  নেই তাই
রাত ভোর হলেও
ঘুমিয়ে থাকে ভোরের আকাশ।

আমার চারপাশে কেউ নেই, কিছু নেই
শহরের কোলাহল নেই-
থমথমে অন্ধকারে কেবল শুনতে পাই
নিজের ক্ষীণ নিঃশ্বাস-
তাই নিজের ক্ষুদ্র অস্তিত্বকে স্বীকার করে
আলোকহীণ বিবর্ণ পথ ধরে
রাতদিন ছুটে চলি
আরও গভীর শূন্যতার পানে ।।