---বৃষ্টি রানীর সুখের চালাঘর----
তোমার সাথে আর হলো না দেখা
জানলে না তো কেঁদে হৃদয় মরে
পাইনি হিসেব কত যে দিন গেল
একলা কেঁদে ছিলেম চালা ঘরে ।।
ভেবেছিলেম আসবে ফিরে আবার
তাই তো ছিলেম আশায় বেঁধে বুক
কত পাখি বসলো ঘরের চালে
ওদের গানে ঝরে কেবল সুখ ।।
কত যে ঝড় বইল মাথার উপর
বাঁচিয়েছিল ঘরের শক্ত খুঁটি
তোমায় ভেবে জড়িয়ছিলাম বেড়া
ছুঁয়েছিলাম চালা ঘরের মাটি ।।
শেষ কথাটা আজো মনে আছে
চালা ঘরটি ভাসবে মিলন সুখে
তোমার কথা আজো মনে পড়ে
চাঁদের আলো ঝরবে নাকি বুকে ।।
বৈরি বাতাস ভাঙ্গা ঘরের ফাঁকে
চাইতো কত উড়িয়ে দিতে আঁচল
বন্ধ ঘরে হাজার কালো রাত
এই আঁচল মুছলো কত জল ।।
আজো আমার টিনের চালে বসে
শিষ দিয়ে যায় অচিন দেশের পাখি
আমার কানে শুধুই বেজে উঠে
যে নাম ধরে করতে ডাকাডাকি ।।
নাইবা হলো তোমার সাথে কথা
তবু আশায় রইবো চালা ঘরে
দেখবে এসে ছেড়া আঁঁচলখানি
কত ঝড়েও রইল বুকের পরে ।।
২৫ নভেম্বর ২০১৬।