তুমি আমার হিয়ার মাঝে
লুকিয়ে থাকো সকাল সাঁঝে
তোমায় কাছেই পাই যে খুঁজে
বেঁচে থাকার স্বাদ ;
তুমি আমার আকাশ দূরে
যেখায় মেঘে হৃদয় ওড়ে
শ্রাবণ ধারায় বৃষ্টি ঝরাও
ঘুচাও অবসাদ।।
রোজ সকালে তোমার আলো
ঘুচায় আমার রাতের কালো
যাই যে ভুলে কে যে এসে
ভাঙ্গলো স্বপন দ্বার ;
তোমার মুখের সকল বাণী
সুখ পরাণে দেয় যে আনি
তাতেই আমার যায় হারিয়ে
সকল দুঃখের ভার।।
যখন সবাই আমায় ভোলে
তোমায় ভেবে পরাণ দোলে
আমার উঠোন ভরে উঠে
তোমার কোলাহলে ;
হাজার সুরে বাঁজাও বাঁশি
সে সুর শুধুই ভালবাসি
আমারও প্রাণ গেয়ে উঠে
তোমায় পাবার ছলে।।
নিত্য আমার ঘরের কাজে
তোমার ছোঁয়া পাই যে খুঁজে
বুকের কাছে নাও যে তখন
ক্লান্ত দেহ আমার ;
স্নেহের পরশ মাখাও গায়ে
ঘুমিয়ে থাকি তোমার ছায়ে
জগত মাঝে তুমিই আমার
সুখে ভরা আধার।।
১ জুন, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।।