তোর‌ই সাথে সংসার আমার
রাতদিন করি যুদ্ধ;
তোর দু'হাতে মরণ জেনেও
তোর পানে হ‌ই মুগ্ধ।

তোর দুয়ারে দুঃখ-শোকে
অন্ধ যে হয় চোখ;
তবুও ভাবি মরণে ঠাই  
তোর পরাণেই হোক ।

তোর বিরহে ভাঙ্গে হৃদয়
তোর প্রণয়ে কাঁদে
জীবন জুড়ে অবহেলা
তরুলতায় বাঁধে ।

দু'চোখ ভরা বিষন্নতায়
থাকুক দুঃখের রেশ
তোর কথাতে গল্প শুরু
তোর কথাতেই শেষ।

চিতানলের দারুন দাহে
শরীর পুড়ে খাক
তবুও আমার জীর্ণ জীবন
তোর বেহাগে থাক।