সততায়-মমতায় ভরা এক পৃথিবী
যেখানে নেই কোনো সংহার
আমরা চাই সেই শান্ত ধরণী
গাইবো গান আজ সমতার।।
হিংসা বিদ্বেষ শোষণের অভিলাষ
নেই তাতে সম্মান ভক্তি
একতায় পথ চলি, যদি হাতে হাত ধরি
কর্ম সাধনে বাড়ে শক্তি।
বৈরিতা যেখানে ধ্বংস অনিবার
মন্দতা করো তাই পরিহার ।।
ন্যায্যতা বিধানে জাগ্রত সকলে
দীপ্ত চেতনায় অবিচল
মমতার বাঁধনে, সুন্দর ভুবনে
আমরা পুষ্পিত শতদল
বিঘ্নতা দমনে হবো আজ দুর্বার
ভাঙ্গবো শোষণের অবিচার ।।