সচল অনুভূতি
-----------
আমি কখনো বৃষ্টি দেখিনি
টিনের চালে ঝমঝম শব্দ শুনে
বুঝতে পারি বৃষ্টি ঝরছে ।।

কখনো দেখিনি ওঠোনে রোদ
কিভাবে খেলা করে-
কিন্তু জানালা স্পর্শ করে বুঝতে পারি
আকাশের সূর্য্য মাটি ছুঁঁয়েছে।।

শুনেছি শরতে কাশফুল ফোটে
সাদা বক উড়ে উড়ে বেড়ায় দূরে
সেসব দৃষ্টগোচর হয়নি কখনো-
যখন আমার এলোচুল বাতাসে ওড়ে
বুঝতে পারি শরতের মেলা বসেছে
দুরন্ত কিশোরী আঙ্গিনা জুড়ে ।।

তোমরা বলো, আকাশের রঙ নাকি নীল
থাকে নাকি অ-নে-ক দূরে-
আমি তো কখনো আকাশ দেখিনি
সে কি আমার চোখের নীলের চেয়েও
বেশি নীল ধরে !!!

বাতাসের ভারি নিঃশ্বাস আমার কানে বাজে
এলোমেলো ভাবনারা কথা ভুলে
চুপ হয়ে বসে রয় মনের এককোণে-
তখন বুঝতে পারি
চৈত্রের দহন লেগেছে সারা বনে !!

আমার সচল অনুভূতি
চোখ দুটোকে ঘুমোতে দেয় না-
কখনো হাসায়
কখনো ভাসায় গভীর সমুদ্রে ।

আমার সকাল, দুপুর, রাত্রিরা
শিশিরের মত ঝরে পড়ে
আমার সারা দেহে-
বিন্দু বিন্দু শিশিরের কণা
সূর্যের কিরণ মাখে, আর
তাতেই রঙিন হয়ে উঠে
আমার সচল অনুভূতিরা ।।

১০ অক্টোবর, ২০১৬।