তোমার স্মৃতির ভার
বইতে পারছি না আর
ফিরে এসো-খুলে দেখো দ্বার;
এখনও তোমার জন্য
কলমিলতায় সাজাই সংসার।।
এখনও পথের পানে চেয়ে
সন্ধ্যা নামে-
আঁধার আসে ছেয়ে;
ঘরে ফিরে আসে সব পাখি
তবু তোমার আশায় পথ চেয়ে থাকি
কান্নায় ভরে উঠে মন
তুমি ফিরে এসো
বৃষ্টি ঝরুক উঠোন জুড়ে
ফুলে ফুলে ভরে উঠুক উপবন।।
২৩ অক্টোবর, ২০১৮।