একটি শিশু ফুলের মত
ফুটছে যথাতথা
শ্রমের ক্রীতদাস হয়ে
ভাঙ্গছে জাতীর প্রথা।

পূঁজিপতির কড়াল রোষে
পায়না শ্রমের দর
রক্ত-ঘামে ভাসছে দেহ
হচ্ছে জরজর ।

অজ্ঞতা আর অবহেলা
শৈশবে দেয় উঁকি
ক্লান্তিভরা শরীর জুড়ে
বাড়ছে শিশুর ঝুঁকি।

শ্রমপীড়িত নিষ্পেষিত
ব্যাধি-পীড়ায় ক্ষয়
হয়না তাদের ছোট্ট জীবন
শিক্ষায় আলোময় ।

শৈশব তার কাঙ্গালপনায়
যায় মিলিয়ে দুঃখে
এই জামানায় পথশিশুকে
রাখবে কারা সুখে ?

সবার আগে অর্জিত হোক
শিশুর অধিকার
শিশু শ্রমের হোক অবসান
জাগুন কর্ণধার ।

সুযোগবাদের অসৎকর্ম
হোক আজ প্রতিরোধ
শিশু মনের বিকাশ ঘটুক
জাগুক সবার বোধ।


১২ জুন, ২০২১
(বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস)
‘মুজিববর্ষের আহ্বান
শিশু শ্রমের অবসান’
প্রতিপাদ্যের আলোকে লেখা