শিক্ষাঙ্গন
==========
শিক্ষাঙ্গনে কলম চলুক,  চাই না ত্রাসের গুলি
শ্লোগান চলুক ন্যায্য হাতে, ঝরুক সত্যের বুলি ।।
সকল শিশু বেড়ে উঠুক, পরের  স্বার্থ ভেবে
পাঠ্য শেখাক নিষ্ঠা হতে,   শ্রেষ্ঠ মানুষ লাভে ।।
শুদ্ধ জ্ঞানের আলো জ্বলুক,  সকল  বিদ্যালয়ে
তোমার আমার সন্তান বাড়ুক, মানুষ পরিচয়ে ।।
না হলো কেউ বিদ্যাসাগর, না হোক ভূমি পতি
সকল পথে জ্বালুক আলো,  থাকে সেই সু-মতি ।।
কেউ না যে পিছিয়ে পড়ে, বইতে বিদ্যার ভার
সুশিক্ষায় সন্তান হোক,  মা-বাবার অহংকার ।।
বাক্যবানে কারেও যেন,  না করুক অপমান
সকল মুখের ভাষা হোক,  সত্য বাণীর শ্লোগান ।।
কলম হাতে ঘুমাক শিশু,  বিশ্ব মাতার কোলে
যেথায় নামে ত্রাসের অাঁধার  জাগুক সূর্য ছেলে ।।
হেসে খেলে বাড়ুক শিশু,  এমন  শিক্ষালয়ে
সত্যের বাণী পরুক ঝরে,  মর্তের দেবালয়ে ।।

১৬ জুলাই, ২০১৭।
ঢাকা, বাংলাদেশ